Introducing KIPAF

PERFORMERS iNDEPENDENT (Pi) was an independent artists' collective, experimenting and exploring the traditional, modernist and contemporary spaces in the cultural paradigm. The Kolkata International Performance Art Festival was initiated by Pi in 2012 to annually open up the city of Kolkata to diverse traditions of performance, performitivty and interventions. Since then Pi has got fragmented but KIPAF has taken deeper roots.

The festival aims to be a platform for dialogue between site, art, politics and culture. KIPAF acknowledges the nascent nature of Performance Art in India, and will always play a role in the pedagogy of performance art.
The festival is be held between 23rd-26th January every year.

Saturday, 3 October 2015

কিপাফ ১৬ আবাদ আহবান

কিপাফ ১৬ আবাদ আহবান 

পড়ার নির্দেশাবলী
      আপনারা নিজ নিজ হাত নিন এবং কান জোড়া ধরে উপরে ও নিচে দেখুন  
পড়া শুরু হল


  

কেন হত্যা একটি হরবোলা শিল্পের 

বিস্তারের/ প্রস্তুতির তিনটি প্রশ্ন :

১.সেটা কি যেটি আমাদের অগ্রাধিকার প্রয়োজনীয়তায় অনুধাবন করে  
২.কোথায় পাব  খুঁজে  পারফরমেন্স শিল্পের অন্তরঙ্গতা আমাদের ?
৩.কেমন খুব ঘনিষ্ঠ আকাঙ্খার জিজ্ঞাসাবাদ যা আমাদের নিয়ে চলে পারফরমেন্স শিল্পের অন্তরঙ্গতায়   ?
প্রস্তাবের আরো কিছু 
- কিভাবে আমরা স্থান নির্ধারণ করব পারফরমেন্স শিল্প এবং শিল্প পারফরমেন্স মধ্যে ?
-  একটি রাস্তা একটি 'স্থান'.
- পারফরমেন্স , পারফরমেন্সমতা এবং কৃতির  মধ্যে  কিবা সম্পর্ক ? 

 ভাবেন, আমরা মজা আলিঙ্গন করি  আমাদের নিজ লালিত ধারনায় আগুন জ্বালিয়ে।নিজ মালিকানা নিয়ে প্রশ্ন করা যাক.অনুশীলন করি কেমনে আমরা দূরে রাখব সরিয়ে আমাদের পরিচিত ভাবের পরিচিত জগত , একটি পারফরমান্স হয়ে উঠুক একটি রূপক হত্যার পথ। 

আমরা  কোনো  রূপে পণ্য বা পরিষেবা তৈরি করতে মনস্থ নই। তথ্য - নির্দেশ - উপাদান যেখানে কেবলি তার মৌলিক অর্থ বহন করে না। 'পাই' এর প্রাথমিক উদ্বেগ দৈনন্দিন অভ্যাসের  প্রথাগত ও অবস্থাগত  রূপায়ন , রোজনামচার  মধ্যের অন্তর্নিহিত পার্ফর্মাসের চর্চা।

আমন্ত্রণ জানাই স্মৃতির শহরে , আসুন আর অধিকার নিন বয়ে যাও ঘাট রাশির ও অলি-গলির জগতে,
যা বহুজনে মনে রেখেছে "উত্তর" বলিয়া।

এই চর্চা থেকে শিল্পীদের কোনো পারিশ্রমিক বা যাতায়াত খরচ প্রদান করতে অক্ষম রইলাম , আমরা শহরের সংকলিত শিল্পীর থাকার,আহারে  ও স্থানীয় প্রচারের  বৈধ দায়িত্ব নিতে সমগ্র প্রয়াস রাখিব যদিও আমরা সকল অংশগ্রহণকারীদের সহিত আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী  সমান আচরণ রাখিব। 





সংযোজন : আমরা এই সংস্করনে একটি curatorial দলের কথা প্রস্তাবিত করিয়াছি তাহা এই রূপে  তপতী চৌধুরী (Tapati Chowdhury), চিমুক(chimuk) , সুরেশ কুমার জি (Suresh Kumar G) , সাজান  মানি (Sajan mani) এবং রাহুল, সমুদ্র , টুবাই, বিদিশা, রাইন  , শ্রীময় , সন্তোষ, অংকুর, মোজো , ইন্দর ও  একটি বড় পরিবার বর্ধিত সমর্থনে  এবং ধীরে ধীরে আমরা আরো সুনিদিষ্ট কর্মসুচির দিকে এগিয়ে যাব    -  যে কোনো প্রকার অনুসন্ধান - কৌতুহল এবং অংশগ্রহনের চাহিদা নিয়ে যোগাযোগ হেতায়- kipaf.curator@gmail.com  

23rd January to 26th January 2016
kolkata
Blog:  ikipaf.blogspot.in/

Facebook page: www.facebook.com/kipaf

No comments:

Post a Comment